হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইসরাইলে যারা পূর্ণ ভ্যাক্সিন নিয়েছে তাদের মধ্যেই রয়েছে বর্তমান করোনা আক্রান্তদের অর্ধেক !!! তাই ইসরাইলের জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তাদের ( অর্থাৎ বর্তমানে কোভিডে আক্রান্তদের ) মাঝে এটাকে রোগ সংক্রমণের আরো মারাত্মক ও ভয়ঙ্কর চিহ্ন ও আলামত দেখা শুরু করবেন ( অর্থাৎ দেখতে থাকবেন ) । - এ কথা বলেছেন ইসরাইলের পাবলিক হেলথ সার্ভিসের পরিচালক শারন আলরোয় প্রাইস।
তিনি বলেছেন : জানুয়ারিতে ভ্যাক্সিন গ্রহণকারীদের মাঝে নতুন করে কোভিডে আক্রান্তদের সংখ্যা মার্চে ভ্যাক্সিন গ্রহণকারীদের মধ্য থেকে নতুন করে কোভিডে আক্রান্তদের চেয়ে দ্বিগুণ !!! আর এ থেকে বাহ্যত: ভ্যাক্সিনের কার্যকারিতা হ্রাসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
আর এটাই ইসরাইলে কোভিড ভ্যাক্সিনের বুস্টার ডোয্ ( কোভিড ভ্যাক্সিনের ৩য় ডোয্ ) প্রদান কর্মসূচী গ্রহণের কারণ । তিনি বলেন : সংক্রমণগুলো ৬০ বা তদূর্ধ্ব ব্যক্তিদের জন্য বিশেষ করে অসুবিধা জনক ।
সিবিএসের সাথে ফেস টূ নেশনে সাক্ষাৎকারে তিনি বলেন : " এটাই একমাত্র প্রকৃত অবস্থা নয় যে আমরা (আগে ) বেশি বেশি রোগ ও সংক্রমণ প্রত্যক্ষ করছিলাম । তবে সেগুলো ( এখন ) মারাত্মক ও জটিল অবস্থা ও আকার ধারণ করছে । "
অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান